যেভাবে উইনন্ডোজ-১০ এর সকল আপডেট বন্ধ করতে হয়

Tech

উইনন্ডোজ-১০ একটি অপারেটিং সিস্টেম। এতে অটোমেটিক অপডেট ডিফল্টভাবে চালু থাকে। উইনন্ডোজ-১০ এর সেটিংস থেকে সরাসরি আপডেট বন্ধ করার কোন অপশন নেই। এক্ষেত্রে আপডেট বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

সমাধান-১: ডিজেবল উইনন্ডোজ আপডেট সার্ভিস

উইনন্ডোজ আপডেট বন্ধ করার সব থেকে কার্যকর উপায় হল এটি ডিজেবল করা। উইনন্ডোজ আপডেট সার্ভিসটি উইনন্ডোজ আপডেট সনাক্ত, ডাউনলোড এবং ইনস্টল করতে পারে। যেভাবে উইনন্ডোজ আপডেট সার্ভিস ডিজেবল করবেনঃ

স্টেপ-১: Windows logo key + R   চাপুন।

স্টেপ-২: রানবক্সে services.msc  টাইপ করুন এবং enter চাপুন।

স্টেপ-৩: লোকাল সার্ভিস থেকে Windows update সিলেক্ট করুন এবং ডাবল ক্লিক করুন।

স্টেপ-৪: Startup type  থেকে “Disabled”  সিলেক্ট করুন এরপর Apply  এবং Ok  চাপুন।

স্টেপ-৫: আপনার পিসিটি Restart করে নিন।

 

সমাধান-২: গ্রফ পলিসি ইডিটর এর সেটিংস পরিবর্তন করে নেওয়া

গ্রফ পলিসি ইডিটর এর সেটিংস পরিবর্তনের মাধ্যমেও উইনন্ডোজ আপডেট সার্ভিসটি বন্ধ করা যায়। এক্ষেত্রে গ্রফ পলিসি ইডিটর নতুন আপডেট ইনস্টল না করে আপনাকে আবহিত করবে।

  • স্টেপ-১: Windows logo key + R চাপুন এবং টাইপ করুন gpedit.msc  এরপর enter চাপুন।
  • স্টেপ-২: এরপর সিলেক্ট করুন Computer Configuration > Administrative Templates > Windows Components > Windows Update.

 

  • স্টেপ-৩: Configure Automatic Updates  এর উপর ডাবল ক্লিক করুন।

  • স্টেপ-৪: “Disabled” সিলেক্ট করুন এরপর Apply এবং Ok  চাপুন।

 

 


সমাধান-৩: ডিভাইসের ইনস্টলেশন সেটিংস পরিবর্তন করে

আপনি যদি ডিভাইস ড্রাইভারসের অটোমেটিক আপডেট বন্ধ করতে চান এক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

 

  • স্টেপ-১: সার্চ বক্সে Control Panel টাইপ করুন এবং ক্লিক করুন।
  • স্টেপ-২: এরপর System এর উপর ক্লিক করুন।
  • স্টেপ-৩: Advanced system settings এ ক্লিক করুন।

  • স্টেপ-৪: Hardware tab থেকে “Device Installation Settings” এ ক্লিক করুন।

  • স্টেপ-৫: “No (your device might not work as expected)” সিলেক্ট করুন এবং Save changes  এ ক্লিক করুন।
  • স্টেপ-৬: এরপর “OK” ক্লিক করুন।

 

উইনন্ডোজ আপডেট বন্ধ করতে কোন সমস্যা হলে কন্টাক পেজ অথবা ফেসবুকের মাধ্যমে আমদের সাথে যোগাযোগ করতে পারেন। আরো আপডেট পেতে আমাদের ফেসবুক (টেক) পেজে লাইক দিন। (ধন্যবাদ)

 

Tagged

1 thought on “যেভাবে উইনন্ডোজ-১০ এর সকল আপডেট বন্ধ করতে হয়

  1. সব কয়টা কাজ করার পরেও নেট খরচ হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *