এস এস সি রেজাল্ট প্রকাশিত হবে ০৬ মে ২০১৮

Result

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা বাংলাদেশের একটি পাবলিক পরীক্ষা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এ দশটি শিক্ষা বোর্ড রয়েছে। এই শিক্ষাবোর্ডগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাবলিক পরীক্ষা পরিচালনা করে।

 

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ফলাফলঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা গত ০১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে শুরু হয় এবং ০৪ মার্চ ২০১৮ তারিখে শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত রুটিন অনুসারে সমাপ্ত হয়। ফলাফলটি আগামী ০৬ মে ২০১৮ দুপুর ১:০০ ঘটিকায় প্রকাশিত হবে।

এসএসসি পরীক্ষার ফলাফল দুইভাবে পাওয়া যাবে, এক অনলাইন এর মাধ্যমে এবং অন্যটি মোবাইল দ্বারা এসএমএস প্রেরণের মাধ্যমে।

 


মোবাইল দ্বারা এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল জানতে নিচের নির্দেশ অনুসরণ করুন।

  • মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে টাইপ করুন- SSC <space> Yoar Board Code <space> Roll number <space> 2018
  • 16222 এই নম্বরে পাঠিয়ে দিন।
  • Example: SSC JES 123654 2018
  • ফিরতি এসএমএস এ ফলাফল পেয়ে যাবেন।

 

বোর্ড কোডঃ

  • ঢাকা বোর্ডঃ DHA
  • যশোর বোর্ডঃ JES
  • কুমিল্লা বোর্ডঃ COM
  • রাজশাহী বোর্ডঃ RAJ
  • চট্রগ্রাম বোর্ডঃ CHI
  • বরিশাল বোর্ডঃ BAR
  • সিলেট বোর্ডঃ SYL
  • দিনাজপুর বোর্ডঃ DIN
  • মাদ্রাসা বোর্ডঃ MAD
  • টেকনিক্যাল বোর্ডঃ TEC

 

সকল বোর্ডের ওয়েবসাইটসমূহঃ

ঢাকা বোর্ডঃ http://dhakaeducationboard.gov.bd

যশোর বোর্ডঃ http://www.jessoreboard.gov.bd

কুমিল্লা বোর্ডঃ http://comillaboard.portal.gov.bd

রাজশাহী বোর্ডঃ http://www.rajshahieducationboard.gov.bd

চট্রগ্রাম বোর্ডঃ http://bise-ctg.portal.gov.bd

বরিশাল বোর্ডঃ http://www.barisalboard.gov.bd

সিলেট বোর্ডঃ http://sylhetboard.gov.bd

দিনাজপুর বোর্ডঃ http://www.dinajpureducationboard.gov.bd

মাদ্রাসা বোর্ডঃ http://www.bmeb.gov.bd

টেকনিক্যাল বোর্ডঃ http://www.bteb.gov.bd

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *