সমাজসেবা অধিদপ্তরে ১৮১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

Job Circular

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে নিয়োগের জন্য সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী থেকে স্নাতক ( পদ অনুযায়ী)।

বয়স সীমাঃ ০১/০৫/২০১৮ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্ব্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা এবং প্রতিবন্ধি প্রাথীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।

 

পদের নাম, পদসংখ্যাঃ

  • শিক্ষক (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ ব্যাচেলর অব স্পেশাল ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণের সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। বেতন ১৬০০০-৩৮৬৪০ টাকা। পদসংখ্যা ০৫ টি।

 

  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজী ৭০, বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজী ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। পদসংখ্যা ০২ টি। বেতন ১০২০০-২৪৬৮০ টাকা।

 

  • শিক্ষক (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা। পদসংখ্যা ০৪ টি।

 

  • ধর্মীয় শিক্ষক (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে আলীম পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ০৩ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা। বেতন ৯৩০০- ২২৪৯০ টাকা। পদসংখ্যা ০১ টি।

 

  • নার্স (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিষ্ট সনদ। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা। পদসংখ্যা ১৪ টি।

 

  • থার্মোফরম অপারেটর (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। ব্রেইল পদ্ধতিতে থার্মোফর্ম মেশিন অপারেটিং, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বাস্তব অভিজ্ঞতা। পদসংখ্যা ০৪ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • গাড়িচালক (অস্থায়ী রাজস্ব): অষ্ঠম শ্রেণী পাস। হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদসংখ্যা ০১ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। কম্পিটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। পদসংখ্যা ২২ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।



  • সমাজকর্মী (পৌর, অস্থায়ী): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা ৩২ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • সমাজকর্মী (ইউনিয়ন, অস্থায়ী): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা ৩২ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • শরীরচর্চা প্রশিক্ষক কাম শিক্ষক (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফিজিক্যাল ট্রেনিং-এ সনদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। পদসংখ্যা ০১ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • ট্রেড ইন্সাট্রাক্টর (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিকাল এন্ড রেডিও, পোল্টি এন্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণপ্রাপ্ত। পদসংখ্যা ০২ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • স্টোরকিপার (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে নূন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। পদসংখ্যা ০২ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • হিয়ারিং এইড টেকনিশিয়ান (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে হেয়ারিং এইড যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, এয়ার মোল্ড মেকিং এবং মেজারিং হিয়ারিং লস ইত্যাদি বিষয়ে সনদ। বধির ব্যক্তিগণের ইশারা ভাষা সংক্রান্ত বিষয়ে নূন্যতম ০৩ বছরের অভিজ্ঞতা। পদসংখ্যা ০২ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • কেয়ারটেকার (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। পদসংখ্যা ০১ টি। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

 

  • পাম্পচালক (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। পাম্প চালনার কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। পদসংখ্যা ০১ টি। বেতস ৮৮০০-২১৩০০ টাকা।

 

  • কারিগরি প্রশিক্ষক (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। সংশ্লিষ্ট বিষয়ে কোন প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি ট্রেড কোর্স সনদ। পদসংখ্যা কম্পিউটার ০৫ টি, মোবাইল ও ডিভিডি ০২ টি, সেলাই ও উলবুনন ০৪ টি, বাঁশ ও বেত ০১ টি, বৈদ্যুতিক হউজিং ওয়ারিং ০২ টি, ওয়েল্ডিং ০১ টি, নার্সারি ০১ টি, মৎস-পোল্ট্রি ০২ টি, মৌমাছি চাষ ০১ টি, বাটিক-বুটিক ০২ টি, আচার তৈরি ০১ টি। । সর্বমোট ২২ টি। বেতন ৮২৫০-২০০১০ টাকা।

 

  • অফিস সহায়ক (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। পদসংখ্যা ০৮ টি। বেতন ৮২৫০-২০০১০ টাকা।

 

  • নিরাপত্তা পহরী (অস্থায়ী রাজস্ব): অষ্টম শ্রেণী পাস, সুঠাম দেহ ও সুস্বাস্থের অধিকারী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিণী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। পদসংখ্যা ০৬ টি। বেতন ৮২৫০-২০০১০ টাকা।

 

  • পরিচ্ছন্নতা কর্মী (অস্থায়ী রাজস্ব): অষ্টম শ্রেণী পাস, সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। পদের সংখ্যা ০৪ টি। বেতন ৮২৫০-২০০১০ টাকা।

 

  • আয়া (অস্থায়ী রাজস্ব): কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। বেতন ৮২৫০-২০০১০ টাকা। পদসংখ্যা ০২ টি।

 

  • বাবুর্চি (অস্থায়ী রাজস্ব): অষ্টম শ্রেণী পাস, কুকিং-এ ০২ বছরের কর্ম অভিজ্ঞতা। বেতন ৮২৫০-২০০১০ টাকা। পদসংখ্যা ৩২ টি।

 

 আবেদনের নিয়মঃ  পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ http://dss.teletalk.com.bd হতে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত ফর্ম পূরণের পর টেলিটক প্রি-পেইড হতে নির্ধারিত নিয়ম অনুযায়ী ১৬২২২ এসএমএস করে আবেদন ফি ১ হতে ১৫ নং পদের জন্য ১১২/- টাকা এবং ১৬ নং হতে ২২ নং পদের জন্য ৫৬/- টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।

 

আবেদনের শেষ তারিখঃ   ২৪/০৫/২০১৮ রাত ১২.০০ ঘটিকা।

 

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ

 

Tagged

2 thoughts on “সমাজসেবা অধিদপ্তরে ১৮১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *