এক কথায় প্রকাশ পর্ব-২

Bangla

 

১. অশ্ব রাখার স্থান আস্তাবল
২. অশ্বে আরোহণ করে যে সৈনিক অশ্বারোহী
৩. অশ্বের চালক সাদী
৪. আত্ম সম্পর্কে অতিশয় সচেতনতা অহমিকা
৫. অহংকার নেই যার নিরহংকার
৬. অকাল পক্ব হয়েছে যা অকালপক্ব
৭. অনেকের মধ্যে একজন অন্যতম
৮. অনেকের মধ্যে প্রধান শ্রেষ্ঠ
৯. যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য
১০. যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য
১১. অক্ষির সমীপে সমক্ষ
১২. অক্ষির অভিমুখে প্রত্যক্ষ
১৩. অক্ষির অগোচরে পরোক্ষ
১৪. যার চক্ষু লজ্জা নেই নির্লজ্জ/চশমখোর
১৫. চোখর নিমেষ না ফেলিয়া অনিমেষ
১৬. চোখে দেখা যায় না এমন চক্ষুগোচর
১৭. অর্থ নাই যার নিরর্থক
১৮. অর্থ উপার্জন হয় যে ফসল হইতে অর্থকরী
১৯. আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত/আদ্যোপান্ত
২০. আদি নাই যার অনাদি
২১. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক
২২. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক
২৩. আপনাকে যে পন্ডিত মনে করে পন্ডিতম্মন্য
২৪. আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্বকেন্দ্রিক
২৫. আপনার বর্ণ লুকায় যে বর্ণচোরা

২৬. আত্মার সম্বন্ধীয় বিষয় আধ্যাত্মিক
২৭. আপনাকে হত্যা করে যে আত্মঘাতী
২৮. ঈষৎ রক্তবর্ণ আরক্ত
২৯. ঈষৎ আমিষ আঁষটে
৩০. উর্ধ্ব দিকে গমন করে যে উর্ধ্বগামী
৩১. উর্ধ্ব দিকে গতি যার উর্ধ্বগতি
৩২. উর্ধ্ব থেকে নেমে আসা অবতরণ
৩৩. প্রকাশিত হইবে এমন প্রকাশিতব্য
৩৪. শুনতে পারা যায় এমন শ্রবণীয়
৩৫. বুঝতে পারা যায় এমন বোধগম্য
৩৬. দর্শন করা হয়েছে এমন প্রেক্ষিত
৩৭. একই সময়ে বর্তমান সমসাময়িক
৩৮. একের পরিবর্তে অনেক বিকল্প
৩৯. এক স্থান থেকে অন্য স্থান ঘুরে বেড়ায় যে যাযাবর
৪০. এক সঙ্গে যারা যাত্রা করে সহযাত্রী
৪১. একবার শুনলে যার মনে থাকে শ্রুতিধর
৪২. দুই নদীর মধ্যবর্তী স্থান দোয়াব
৪৩. দুই হাত সমান চলে যার সব্যসাচী
৪৪. দুইয়ের মধ্যে একটি অন্যতর
৪৫. দুইবার জন্মে যা দ্বিজ
৪৬. উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ
৪৭. উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ
৪৮. উপকারীর অপকার করে যে কৃতঘ্ন
৪৯. যার অন্য উপায় নেই অনন্যোপায়
৫০. যা বপন করা হয়েছে উপ্ত