এক কথায় প্রকাশ পর্ব-১

Bangla
১. অব্যক্ত মধুর ধ্বনি কলতান
২. পাখির ডাক কূজন
৩. পাখির কলরব কাকলি
৪. অশ্বের ডাক হ্রেষা
৫. মোরগের ডাক শকুনিবাদ
৬. ব্যাঙের ডাক মকমক
৭. ভ্রমরের শব্দ গুঞ্জন
৮. ময়ূরের ডাক কেকা
৯. কোকিলের ডাক কুহু
১০. বাঘের ডাক গর্জন
১১. শুকনো পাতার শব্দ মর্মর
১২. অলঙ্কারের ধ্বনি শিঞ্জন
১৩. নূপুর/বীনার ধ্বনি নিক্বণ
১৪. মেঘের ধ্বনি জীমূতমন্দ্র
১৫. মেঘের গর্জন গুড়গুড়
১৬. তোপের ধ্বনি গুড়ুম
১৭. সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল
১৮. স্রোতের ধ্বনি কলকল

 

 

১৯ ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ
২০. ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়
২১. ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠান রজত জয়ন্তী
২২. ৫০ বছর পূর্তিতে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী
২৩. অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা
২৪. অন্বেষণ করার ইচ্ছা অন্বেষা
২৫. হনন করার ইচ্ছা জিঘাংসা
২৬. যা সহজে নিবারণ করা যায় না দুর্নিবার
২৭. যা সহজে দমন করা যায় না দুর্দমনীয়
২৮, যা সহজে লাভ করা যায় না দুর্লভ
২৯. যা সহজে পাওয়া যায় না দুষ্প্রাপ্য
৩০. যা সহজে জয় করা যায় না দুর্জয়
৩১. যাহাতে গমন করা কষ্টকর দুর্গম
৩২. যা সহজে মরে না দুর্মর
৩৩. মুক্তি পাওয়ার ইচ্ছা মুমুক্ষা
৩৪. মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু
৩৫. যা দমন করা যায় না অদম্য
৩৬. কোন ভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য
৩৭. যা প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ্য
৩৮. অন্য দিকে মন নেই যার অনন্যমনা
৩৯. অন্য দেশ দেশান্তর
৪০. অতি আসন্ন প্রত্যাসন্ন
৪১. অতি দীর্ঘ নয় যা নাতিদীর্ঘ
৪২. অতিশয় রমণীয় সুরম্য
৪৩. অতি নির্কষ্ট নর নরাধম
৪৪. অতি শীতও নয় উষ্ণ নয় এমন নাতিশীতোষ্ণ
৪৫. অগ্রসর হইয়া অভ্যর্থনা প্রত্যুদগমন
৪৬. অন্য রূপ রূপান্তর
৪৭. অন্য যুগ যুগান্তর
৪৮. অন্য গৃহ গৃহান্তর
৪৯. অতি বৃদ্ধা নারী বড়ায়ি
৫০. অগ্র, পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে অবিমৃষ্যকারী