বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৩০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

Govt. Job Job Circular

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি) এবং সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) এর শূন্য পদে নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বয়সসীমা

২০/০২/২০২৪ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের
ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

 

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ ইএন্ডসি)

a) B.Sc Degree in Electrical / Electrical & Electronics
Engineering/Electrical Electronic & Communication
Engineering/Computer
Science / Computer Science & Engineering/Information Technology with minimum
CGPA 3.00 out of 4.00.
b) Candidates must have minimum GPA 3.50 out of 5.00
both in S.S.C & H.S.C or minimum CGPA 3.00 out of 4.00 in Diploma or equivalent examinations;
c) Computer literacy is preferred

সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা)

a) B.Sc Degree or Bachelor (Honours) Degree (4 years course) in Agriculture Engineering/Electrical/ Electrical & Electronics Engineering/Electrical Electronic & Communication
Engineering/Computer
Science / Computer Science & Engineering/Information Technology/Applied Physics/Physics with minimum CGPA 3.00 out of 4.00. b) Candidates must have minimum GPA 3.50 out of 5.00 both in S.S.C & H.S.C or minimum CGPA 3.00 out of 4.00 in Diploma or equivalent examinations;
c) Computer literacy is preferred;

 

আবেদনের নিয়ম:

(ক) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://brebr.teletalk.com.bd ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন
করতে পারবেন।
(খ) Application Form পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই Mandatory (লাল তারকা চিহ্নিত) Field গুলো পুরণ করতে হবে।
(গ) Application Form এ Color Photo এবং Signature Upload করার জন্য ৩০০x ৩০০ Pixel কালার ছবি যা ১০০ KB এর অধিক হবে না। এবং সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে (টাইপ/মুদ্রণ নয়) যা ৩০০x ro Pixel হতে হবে এবং কোনভাবেই ৬০ KB এর অধিক হবে না।
(ঘ) সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Submit বাটন-এ ক্লিক করে চূড়ান্তভাবে Application Form Submit করতে হবে।
(ঙ) চুড়ান্তভাবে Submission করার পরে User ID (যা এসএমএস এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে) সহ প্রার্থী একটি Applicant’s Copy পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
(চ) অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বাপবিবোর্ডের ওয়েব সাইট (http://www.reb.gov.bd) নিয়মিত Visit করতে হবে। তাছাড়া আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোন অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম হতে ১২১ এ কল করতে হবে অথবা vas.query@teletalk.com.bd কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

 

আবেদনের সময়সীমা

আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ২৯/০১/২০২৪ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা হতে। আবেদনের সর্বশেষ তারিখ ও সময়ঃ ২০/০২/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। তবে আবেদন ফরম পূরণের সর্বশেষ সময় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে।

 

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন:

BREB job circular. BREBHR job circular 2024. Polli biddut job circular.

 

Tagged