বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ৫ পদে নিয়োগ

Job Circular

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ৫ পদে ১৮৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। এ লক্ষে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী  নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ  অষ্টম শ্রেণী হতে এইচ.এস.সি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ (পদ অনুযায়ী)।

 

বয়স সীমাঃ  ০১/০২/২০১৮ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্ব্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা এবং প্রতিবন্ধি প্রাথীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।

 

যে সকল জেলার প্রাথীগণ আবেদন করতে পারবেনঃ  ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, চট্রগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বি-বাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফার্মারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুড়া, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা (এতিম/শারীরিক প্রতিবন্ধি কোটায় সকল জেলার প্রাথীরা আবেদন করতে পারবে)।

 

পদের নাম-বেতন-পদসংখ্যাঃ

পদের নাম সংখ্যা বেতন
গাড়ীচালক ৪৯ ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
অফিস সহকারি-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮৩ ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
নার্সিং সহকারী ১১ ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
আর্মোরার ২০ ৮৫০০-২০৫৭০ (গ্রেড-১৯)
অফিস সহায়ক ২০ ৮২৫০-২০০১০ (গ্রেড-২০)

 

আবেদনের নিয়মঃ  আবেদনকারীকে দরখাস্ত ও প্রবেশপত্রের নমুনা ফর্ম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট www.ansarvdp.gov.bd থেকে ডাউলোড করে ছক মোতাবেক একইভাবে কম্পিউটার কম্পোজ করে ০১ (এক) কপি দরখাস্ত ও ০১ (এক) কপি প্রবেশপত্র (মূল ও ডুপ্লিকেট অংশ) পূরণ করে উপ-মহাপরিচালক (প্রশাসন), সদর দপ্তর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খিলগাঁও, ঢাকা-১২১৯ বরাবর আগামী ০৭/০২/২০১৮ তারিখ বিকেল ৫ ঘটিকার মধ্যে পৌছাতে হবে।

  • প্রাথীকে দরখাস্ত ও প্রবেশপত্রের নমুনা ফর্ম স্বহস্তে/টাইপ করে পূরণ পূর্বক আবেদন করতে হবে। আবেদন ও প্রবেশপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর এবং আবেদনপত্রে ০১ কপি ও প্রবেশপত্রের উভয় অংশে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি লাগাতে হবে।
  • খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে এবং আবেদন পত্রের খামের মধ্যে প্রাথীর নিজ নাম ও ঠিকানা লিখে ৭/- টাকা মূল্যের স্টাম্পসহ ৯.৫”/৪.৫” সাইজের ফেরত খাম প্রেরণ করতে হবে।
  • আবেদনের সাথে সোনালী ব্যাংক লিঃ হতে “মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী” ঢাকার অনুকূলে ক্রমিক নং-১ থেকে ৪ পর্যন্ত প্রাথীর ক্ষেত্রে ১০০/- টাকা এবং ক্রমিক নং-৫ প্রাথীর ক্ষেত্রে ৫০/- টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার এর মূলকপি সংযুক্ত করতে হবে।

 

আবেদনের শেষ তারিখঃ  ০৭/০২/২০১৮।

 

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ

Tagged

3 thoughts on “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ৫ পদে নিয়োগ

  1. Bangladesh answer vdp office assistance written exam date ta bolben.pls amar admit card a date ta ase nai.

Comments are closed.