মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন ৩৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

Job Circular

মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন রাজস্বখাতভুক্ত ৩৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্তপদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

 

শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি/সমমান থেকে স্নাতক।

 

পদের নাম ও পদসংখ্যাঃ লেডি মেডিকেল অফিসার-০১ টি, রেডিওলজিস্ট-০১ টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-০২ টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ ভান্ডার)-০১ টি, সহকারী প্রকৌশলী (সিভিল)-০২ টি, সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স)-০১ টি, ড্রেজার মাস্টার (২য় শ্রেণী)-০১ টি, ট্রাফিক অফিসার-০১ টি, হিসাব রক্ষক কমকর্তা-০২ টি, অর্থ কর্মকর্তা-০১ টি, সহকারী প্রকৌশলী (মেরিন)-০১ টি, ভান্ডার কর্মকর্তা-০১ টি, উপসহকারী প্রকৌশলী (সিভিল)-০৭ টি, উপসহকারী প্রকৌশলী (সরঞ্জাম)-০১ টি, এস্টিমেটর-১ টি, সহকারী শিক্ষক (ইংরেজী)-০১ টি, সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান)-০১ টি, সহকারী শিক্ষক (উচ্চতর গণিত)-০১ টি, সহকারী শিক্ষক (জীব বিজ্ঞান)-০১ টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা-০১ টি, সাঁটলিপিকার-কাম কম্পিউটার অপারেটর-কাম পিএ-০১ টি, মেল নার্স-০১ টি, রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট-০১ টি, কম্পাউন্ডার-০১ টি, গুদাম রক্ষক-০১ টি, ক্যাশিয়ার কাম রেন্ট কালেক্টর-০১ টি, অয়্যারলেস মেকানিক-০৩ টি, ফোরম্যান (কারখানা)-০১ টি, অটোমেকানিক-০১ টি, ফর্ক লিফট ড্রাইভার-০২ টি, হেভি ভেহিকেল ড্রাইভার-০৭ টি, জুনিয়র ক্রেন ড্রাইভার-০২ টি, লাইনম্যান (বিদ্যুৎ)-০১ টি, ওয়াটার মিটার রিডার-০১ টি, পাম্প চালক ড্রাইভার-০৪ টি, স্টোর ক্লার্ক-০২ টি, রিসিপ্ট এন্ড ডেসপাস ক্লার্ক-০১ টি, কার্য সহকারী-০৫ টি, মেশন গ্রেড-০১ টি, সহকারী শিক্ষক (ননট্রেইন্ড-০১ টি, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-২৫ টি, কেয়ার টেকার-০১ টি, ভান্ডার রক্ষক-০১ টি, কার ড্রাইভার-০৫ টি, জুনিয়র শিক্ষক-০৮ টি, এলডিএ-কাম কম্পিটার মুদ্রাক্ষরিক-৮০ টি, টাক্স কালেক্টর-০১ টি, নিরাপত্তা পরিদর্শক-০১ টি, নিরাপত্তা উপ পরিদর্শক-০২ টি, অভ্যর্থনাকারী-০২ টি, সিনিয়র ওয়াচার-০১ টি, ফায়ার ড্রাইভার-০১ টি, স্পীড বোট ড্রাইভার-০১ টি, স্টোর অ্যাসিঃ-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১ টি,

 

আবেদনের শেষ তারিখঃ   ০৬/০৯/২০১৮ বিকাল ৫.০০ ঘটিকা।

 

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *