পরিকল্পনা মন্ত্রণালয়াধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী (এনএপিডি) ৩/এ, নীলক্ষেত, ঢাকা-এর রাজস্ব খাতভুক্ত শূণ্য পদে লোক নিয়োগের জন্য বাংলাদেশী যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।
যে সকল জেলার প্রাথীগণ আবেদন করতে পারবেনঃ পঞ্চগড়, চাঁদপুর, বরগুনা ও শরিয়তপুর জেলা ব্যতিত সকল জেলা।
পদের নাম-বেতন-পদসংখ্যাঃ
- গাড়িচালকঃ ১টি। ৮ম শ্রেণী পাশ। গাড়ি চালনায় অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। বেতন ৯৩০০ থেকে ২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- মেশিন অপারেটর কাম-টেকনিশিয়ানঃ পদসংখ্যা ১ টি। প্রশিক্ষণ সরঞ্জামাদি চালনায় কাজে অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সর্টিফিকেট। বেতন ৯০০০ থেকে ২১৮০০/- টাকা (গ্রেড-১৭)।
- অফিস সহায়কঃ পদসংখ্যা ২ টি। ৮ম শ্রেণী পাশ। বেতন ৮২৫০ থেকে ২০০১০/- টাকা (গ্রেড-২০)।
- পরিচ্ছন্নতা কর্মীঃ পদসংখ্যা ১ টি। ৮ম শ্রেণী পাশ। বেতন ৮২৫০ থেকে ২০০১০/- টাকা (গ্রেড-২০)।
আবেদনের নিয়মঃ সরকার কর্তৃক নির্ধারিত চাকুরির আবেদন ফর্মে আবেদন করতে হবে এবং ফর্মের নিচে প্রার্থীর নিজ হাতে স্বাক্ষর করতে হবে। আবেদন ফর্ম এনপিডি এর ওয়েব সাইট www.napd.gov.bd তে পাওয়া যাবে। মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী (এনএপিডি) এর অনুকূলে সকল পদের জন্য ১০০/- টাকা পে অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানাঃ মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী (এনএপিডি), ৩/এ, নীলক্ষেত, ঢাকা।
আবেদনের শেষ তারিখঃ ৩১/০১/২০১৮।
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ