৫০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর পর্ব-১

General Knowledge

৫০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর পর্ব-১

১. ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কি?

উত্তর: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

২. বিশ্বব্যাপী সাদা সোনা হিসেবে পরিচিত কোনটি?

উত্তর: তুলা।

৩. প্রথম নারী সাংবাদিক হিসেবে নোবেল জয় করেণ কে?

উত্তর: মারিয়া রেসা।

৪. এখন পর্যন্ত কতজন নারী শান্তিতে নোবেল পেয়েছেন?

উত্তর: ১৮ জন।

৫. OIC ১২ তম মহাসচিব কে?

উত্তর: শাদ-এর হুসেইন ইব্রাহিম তাহা।

৬. অপারেশন জ্যাকপট কি?

উত্তর: মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের বীরত্বগাথা নিয়ে রচিত গ্রন্থ।

৭. কতটি দেশ সমর্থন জানালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে?

উত্তর: ১৮৮ টি।

৮. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে?

উত্তর: লর্ড ক্যানিং।

৯. গণঅভ্যুত্থান দিবস কবে পালিত হয়?

উত্তর: ২৪ জানুয়ারি।

১০. বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি?

উত্তর: চা।

১১. বাংলাদেশের চিংড়ি গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: বাগেরহাট।

১২. পালাগান মূলত কোন অঞ্চলের গান?

উত্তর: নেত্রকোনা।

১৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী, প্রত্যাশিত গড় আয়ু কত?

উত্তর: ৭২.৮ বছর।

১৪. বাংলাদেশের ডাক-বিভাগের মনােগ্রামে লেখা থাকে

উত্তর: সেবাই আদর্শ।

১৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

উত্তর: সচিব।

১৬. সাত দিনে সপ্তাহ রীতি শুরু করে

উত্তর: ক্যালেডীয়রা।

১৭. লিখন পদ্ধতি সর্বপ্রথম কোথায় আবিস্কৃত হয়?

উত্তর: মিসরে।

১৮. মার্কিন বাহিনী সম্পূর্ণরূপে আফগানিস্তান ত্যাগ করে কবে?

উত্তর: ৩০ আগস্ট ২০২১।

১৯. জাপানের ১০০ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কে?

উত্তর: ফুসিও কিশিদা।

২০. ন্যাটোভুক্ত মুসলিম দেশের সংখ্যা কয়টি?

উত্তর: ২টি।

২১. বৈদ্যুতিক ফিউজে কোনটি ব্যবহার করা হয়?

উত্তর: সীসা ও টিন।

২২. VHF ও UHF তরঙ্গ ব্যবহৃত হয়

উত্তর: বেতার যন্ত্রে ।

২৩. AMOLED ডিসপ্লেতে কয়টি লেয়ার থাকে?

উত্তর: ২টি।

২৪. ফ্লোচার্ট কত প্রকার?

উত্তর: দুই।

২৫. কম্পিউটারের প্রথম প্রােগ্রামিং ভাষা কোনটি?

উত্তর: FORTRAN

২৬. Windows ME কত বিট?

উত্তর: ৩২।

২৭. ডাটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডাওে সাজিয়ে রাখাকে কি বলে?

উত্তর: ইনডেক্সিং।

২৮. বিশ্বেও প্রথম এমবেডেড কম্পিউটার তৈরি করেন

উত্তর: ড. চার্লস স্টার্ক ড্রপার।

২৯. ব্লটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?

উত্তর: ১০-১০০ মিটার।

৩০. Wi-Max নেটওয়ার্ক এর ব্যান্ডউইথ কত?

উত্তর: ৩০-৭৫ এমবিপিএস।

৩১. পারসোনাল কম্পিউটারসমূহ একত্রিত হয়ে গঠন করে

উত্তর: নেটওয়ার্ক।

৩২. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SDMC) কোথায় অবস্থিত?

উত্তর: দিল্লি।

৩৩. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: মেঘনা।

৩৪. দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়-

উত্তর: সিলেটে।

৩৫. ভবদহ বিল কোন জেলায় অবস্থিত?

উত্তর: যশোর।

৩৬. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৫ সালে।

৩৭. বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক প্রত্রিকা-

উত্তর: সংবাদ প্রভাকর।

৩৮. বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর: রাজশাহী।

৩৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে-

উত্তর: ৪টি।

৪০. বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি চালু হয়-

উত্তর: ২৭ জানুয়ারি ২০২১।

৪১. বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগ সনাক্ত হয়-

উত্তর: ৮ মার্চ ২০২০।

৪২. বরিশাল জেলার পূর্ব নাম-

উত্তর: চন্দ্রদ্বীপ।

৪৩. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা-

উত্তর: যশোর।

৪৪. ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়-

উত্তর: ১২ ডিসেম্বর।

৪৫. বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয়-

উত্তর: চিংড়ি।

৪৬. ওয়াল্ড ট্রেড সেন্টারের বর্তমান নাম কি?

উত্তর: গ্রাউন্ড জিরো।

৪৭. বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো-

উত্তর: Tic-Tac-Toe.

৪৮. স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত হয়-

উত্তর: LAN.

৪৯. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?

উত্তর: ২ মার্চ।

৫০. কোন দেশের দ্বিতীয় ভাষা বাংলা?

উত্তর: সিয়েরা লিওন।