বাংলাদেশ বিমান বাহিনীর ৩৯৫ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

Govt. Job Job Circular

বাংলাদেশ বিমান বাহিনীর ৩৯৫ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভূক্ত নিম্নে বর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহবান করা হয়েছে।

পদের নাম, বেতনস্কেল ও গ্রেড

ধর্মীয় শিক্ষক Religious Teacher 14120-33970/-
(জেএসআই-১/২০১৬ মোতাবেক)
(ক) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত কোন মাদ্রাসা হতে ফাজিল পাস।

(খ) ধর্মোপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সামর্থ হতে হবে।

 

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ১১০০০-২৬৫৯০/- ( ১৩তম গ্রেড) Stenographer-Cum-Computer
Operator
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ।
(খ) বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দের গতি থাকতে হবে। (গ) বাংলা ও ইংরেজি কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।

কম্পিউটার অপারেটর 11000-26590/- (১৩তম গ্রেড) Computer Operator
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

 

উচ্চমান করণিক
১০২০০-২৪৬৮০/- (১৪তম গ্রেড) Upper Division Clerk
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি
(খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অন্যূন ০৬ (ছয়) মাসের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।

 

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১০২০০-২৪৬৮০/- (১৪তম গ্রেড) Stenotypist-cum-Computer
Operator
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতি ; এবং
(ঘ) সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে ।

 

লাইব্রেরীয়ান (Librarian)
১০২০০-২৪৬৮০/- (১৪তম গ্রেড)
(ক) কোন স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

 

গবেষণাগার সহকারী ১০২০০-২৪৬৮০/- ( ১৪তম গ্রেড) Laboratory Assistant
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি; এবং
(খ) কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা।

 

নকশাকার গ্রেড-৩
৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড) Draftsman Grade-III
08
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অন্যূন ০২ (দুই) বছরের ড্রাফটসম্যানশীপ কোর্স উত্তীর্ণ;
(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (ঘ) অটোক্যাড ২ডি বিষয়ে জ্ঞান ।

 

মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) ৯৭০০-২৩৪৯০/- ( ১৫তম গ্রেড)
Mechanical Transport Driver (MTD)
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ; এবং
(খ) ভারী বা হালকা যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী।

 

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন