বাংলাদেশ বিমান বাহিনীতে ফ্লাইট ক্যাডেট হিসেবে নিয়োগ করা হবে। এ লক্ষে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।
বয়স সীমাঃ ০১ জানুয়ারি ২০১৯ তারিখে সর্বনিম্ন ১৬ বছর ৬ মাস এবং সর্ব্বোচ্চ ২২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
শারীরিক যোগ্যতাঃ
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে-
- উচ্চতা – ১৬২.৫৬ সে.মি. (৬৪ ইঞ্চি) নূন্যতম।
- ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী।
- বুক – স্বাভাবিক ৭৬.২০ সে.মি. (৩০ ইঞ্চি), প্রসারণ ৮১.২৮ সে.মি. (৩২ ইঞ্চি)।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে-
- উচ্চতা – ১৬২.৫৬ সে.মি. (৬৪ ইঞ্চি) নূন্যতম( জিডিপি), ১৫৭.৪৮ সে.মি. (৬২ ইঞ্চি) অন্যান্য।
- ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী।
- বুক – স্বাভাবিক ৭১.১২ সে.মি. (২৮ ইঞ্চি), প্রসারণ ৭৬.২০ সে.মি. (৩০ ইঞ্চি)।
আবেদনের উপযুক্ত নয়ঃ
- সরকারি চাকুরি হতে বরখাস্ত।
- ফোজদারি মামলায় দন্ডপ্রাপ্ত।
- শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোন কারনে কোন সামরিক প্রশিক্ষন প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীকে www.joinbangladeshairforce.mil.bd হতে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রাথমিক নির্বাচনী পর্যদের নিকট জমা করতে হবেঃ
- সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং মার্কশীট এর সত্যায়িত ফটোকপি।
- নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদপত্র জমা দিতে হবে।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙ্গিন ছবি। (ল্যাব প্রিন্ট)
- বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
- স্থায়ী ঠিকানা প্রমাণ স্বরুপ জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত মুক্তিযোদ্ধা সনদপত্রের ফটোকপি এবং তাদের পোষ্য হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
আবেদনের শেষ তারিখঃ ১৩/০৮/২০১৮।
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ
Bhai Commers teka hobe.
Commers teka hobe.
মানবিক শাখা থেকে হবে??