বাংলাদেশ বিমান বাহিনীতে ফ্লাইট ক্যাডেট হিসেবে নিয়োগ করা হবে। এ লক্ষে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।
বয়স সীমাঃ ১৯ জুন ২০১৯ তারিখে সর্বনিম্ন ১৬ বছর ৬ মাস এবং সর্ব্বোচ্চ ২২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
প্রাথমিক নির্বাচনী পর্যদের নিকট জমা করতে হবেঃ
- সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং মার্কশীট এর সত্যায়িত ফটোকপি।
- নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদপত্র জমা দিতে হবে।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙ্গিন ছবি। (ল্যাব প্রিন্ট)
- বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
- স্থায়ী ঠিকানা প্রমাণ স্বরুপ জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত মুক্তিযোদ্ধা সনদপত্রের ফটোকপি এবং তাদের পোষ্য হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
শারীরিক যোগ্যতাঃ
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে-
- উচ্চতা – ১৬২.৫৬ সে.মি. (৬৪ ইঞ্চি) নূন্যতম।
- ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী।
- বুক – স্বাভাবিক ৭৬.২০ সে.মি. (৩০ ইঞ্চি), প্রসারণ ৮১.২৮ সে.মি. (৩২ ইঞ্চি)।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে-
- উচ্চতা – ১৬২.৫৬ সে.মি. (৬৪ ইঞ্চি) নূন্যতম( জিডিপি), ১৫৭.৪৮ সে.মি. (৬২ ইঞ্চি) অন্যান্য।
- ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী।
- বুক – স্বাভাবিক ৭১.১২ সে.মি. (২৮ ইঞ্চি), প্রসারণ ৭৬.২০ সে.মি. (৩০ ইঞ্চি)।
আবেদনের উপযুক্ত নয়ঃ
- সরকারি চাকুরি হতে বরখাস্ত।
- ফোজদারি মামলায় দন্ডপ্রাপ্ত।
- শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোন কারনে কোন সামরিক প্রশিক্ষন প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীকে www.joinbangladeshairforce.mil.bd হতে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ২০/০২/২০১৯।
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ