বর্ডার গার্ড বাংলাদেশ-এ সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ লক্ষে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
বয়স সীমাঃ ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর ।
শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় ২.৫০ পেয়ে উত্তীর্ণ।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
শারিরিক যোগ্যতাঃ
- উচ্চতা –১.৬৭৬ মিটার, উপজাতীদের ক্ষেত্রে ১.৬২৫মিটার নূন্যতম। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১.৫৭৪ মিটার, উপজাতীদের ক্ষেত্রে ১.৫২৪ মিটার নূন্যতম।
- ওজন – ৪৯.৮৯৫ কেজি, উপজাতীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি, উপজাতীদের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি ।
- বুক – স্বাভাবিক ৮১.২৮ সে.মি. স্ফীত ৮৬.৩৪ সে.মি. উপজাতীদের ক্ষেত্রে ৭৬.২০ সে.মি. স্ফীত ৮৬.৩৪ সে.মি. । মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৭১.১২ সে.মি, স্ফীত ৭৬.২০ সে.মি. ।
- চোখ ৬/৬ ।
আবেদনের উপযুক্ত নয়ঃ
- সরকারি চাকুরি হতে বরখাস্ত।
- ফোজদারি মামলায় দন্ডপ্রাপ্ত।
- শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোন কারনে কোন সামরিক প্রশিক্ষন প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত।
আবেদনের নিয়মঃ বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।