বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোর (Army Education Corps-Aec) এ জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এ লক্ষে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ বিএ / বিএসসি / বিকম (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রী/ডিপ্লোমা এবং এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। স্নাতক/সমমান পরীক্ষায় নূন্যতম সিজিপিএ-২.০০ এবং এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমান পরীক্ষায় নূন্যতম সিজিপিএ-৩.০০।
বয়স সীমাঃ ৬ মে ২০১৮ তারিখে সর্বনিম্ন ২০ বছর এবং সর্ব্বোচ্চ ২৮ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
শারিরিক যোগ্যতাঃ
- উচ্চতা – ১.৬৮ মিটার (৫”-৬”) নূন্যতম।
- ওজন – ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
- বুক – স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
আবেদনের উপযুক্ত নয়ঃ
- সরকারি চাকুরি হতে বরখাস্ত।
- ফোজদারি মামলায় দন্ডপ্রাপ্ত।
- শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোন কারনে কোন সামরিক প্রশিক্ষন প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীকে http://army.teletalk.com.bd হতে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত ফর্ম পূরণের পর টেলিটক প্রি-পেইড হতে নির্ধারিত নিয়ম অনুযায়ী ১৬২২২ এসএমএস করে আবেদন ফি ৫০০/- টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইট থেকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি “Admit Card” ডাউনলোড করতে হবে।
প্রাথমিক নির্বাচনী পর্যদের নিকট জমা করতে হবেঃ
- আবেদনের অনলাইন পূরণরকৃত কপি।
- গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৬) ছয় কপি রঙ্গিন ছবি।
- গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশীট এর ফটোকপি।
- স্মার্ট কার্ড/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- প্রবেশপত্র (প্রাথমিক নির্বাচনী পরীক্ষা)।
- মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত মুক্তিযোদ্ধা সনদপত্রের ফটোকপি এবং তাদের পোষ্য হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
আবেদনের শেষ তারিখঃ ২০ জানুয়ারী ২০১৮
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ