যখন ২টি নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হয় তখন সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে প্রয়োজনীয়
সময়ঃ
T = [mn÷ (m+ n)]
এখানে,
m = ১ম নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হতে প্রয়োজনীয় সময়
n = ২য় নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হতে প্রয়োজনীয় সময়
প্রশ্নঃ একটি চৌবাচ্চা ২টি নল দ্বারা যথাক্রমে ২০ ও ৩০ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
সমাধানঃ
মোট সময় => T = [mn÷ (m+ n)]
= (২০×৩০) ÷ (২০+৩০)
= ৬০০ ÷ ৫০
= ১২
উত্তরঃ ১২ মিনিট।
প্রশ্নঃ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৬ ঘন্টায় ভর্তি করা যায়। অপর একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৪ ঘন্টা সময় লাগে। ২টি পাইপ একসঙ্গে ব্যবহার করে চৌবাচ্চাটি ২/৩ অংশ পূর্ন করতে কত সময় লাগবে?
সমাধানঃ
এক্ষেত্রে সময় T = [mn÷ (m+ n) × ২/৩]
= [(৬×৪) ÷ (৬+৪) × ২/৩]
= [ ২৪/১০ × ২/৩ ]
= ৮/৫
= ১.৬ ঘন্টা
উত্তরঃ ১.৬ ঘন্টা।
{ যত অংশ দেওয়া থাকবে তা মূল সূত্রের সাথে গুণ করতে হবে }