বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

Job Circular

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ লক্ষে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।

বয়স সীমাঃ ০১ জুলাই ২০১৯ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।

 

শিক্ষাগত যোগ্যতাঃ

আর্মি মেডিকেল কোর পুরুষ/মহিলা এর জন্য: এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী।

আর্মি ডেন্টাল কোর পুরুষ/মহিলা এর জন্য: এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে বিডিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী।

ইঞ্জিনিয়ার্স কোর পুরুষ/মহিলা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ প্রাপ্তসহ  নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং
  • আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং।

সিগন্যালস কোর – পুরুষ: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ প্রাপ্তসহ  নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস্ এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর – পুরুষ/মহিলা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ প্রাপ্তসহ  নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

  • ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস্ ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস্ এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং
  • ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
  • নিউক্লিয়ার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং।

আর্মি এডুকেশন কোর: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০ প্রাপ্তসহ  নিম্নবর্ণিত বিষয়ের উপর  কমপক্ষে সিজিপিএ ৩.০০ ফলাফলে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী হতে হবে।

  • গণিত
  • আরবী
  • পদার্থ
  • রসায়ন
  • ফিন্যান্স
  • আন্তর্জাতিক সম্পর্ক।

জাজ এ্যাডভোকেট জেনারেল – পুরুষ/মহিলা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০ প্রাপ্তসহ  এলএলবি (সম্মান) এবং এলএলএম/এমএ এলএলএম ডিগ্রীতে সিজিপিএ-৩.০০ হতে হবে।

রিমাউন্ট ভেটেনিয়ারী এন্ড ফার্ম কোর – পুরুষ: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০ প্রাপ্তসহ DVM/DVM&AH  ডিগ্রীসহ ইন্টার্ণশীপ সম্পন্নকারী ও কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

 



বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত ।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী।

 

শারীরিক মানঃ

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে-

  • উচ্চতা – ১.৬৩ মিটার (৫”-৪”) নূন্যতম।
  • ওজন – ৫০ কেজি (১১০ পাউন্ড)।
  • বুক – স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে-

  • উচ্চতা – ১.৬ মিটার (৫”-২”) নূন্যতম।
  • ওজন – ৪৭ কেজি (১০৩ পাউন্ড)।
  • বুক – স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।

 

আবেদনের উপযুক্ত নয়ঃ

  • সরকারি চাকুরি হতে বরখাস্ত।
  • ফোজদারি মামলায় দন্ডপ্রাপ্ত।
  • শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোন কারনে কোন সামরিক প্রশিক্ষন প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত।

 

আবেদনের নিয়মঃ  আগ্রহী প্রার্থীকে নির্ধারিত নিয়ম অনুযায়ী  আবেদন ফি ১০০০/- টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইট থেকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি “Admit Card” ডাউনলোড করতে হবে। অনলাইনে পূরণের ক্ষেত্রে https://joinbangladesharmy.army.mil.bd  হতে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

 

আবেদনের শেষ তারিখঃ  ০৯ ফেব্রুয়ারি ২০১৯।

 

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Join Bangladesh Army. Bnagladesh Army Job Circular 2019.

Tagged