সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। এ লক্ষে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি ২০১৯ হতে ১৩ জুন ২০১৯ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনা নিবাসে সৈনিক পদে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বয়স সীমাঃ ২৬ জানুয়ারী ২০২০ তারিখে সর্বনিম্ন ১৭ বছর এবং সর্ব্বোচ্চ ২০ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি অথবা সমমান পরীক্ষায় নূন্যতম সিজিপিএ-৩.০০।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
শারীরিক মানঃ
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে-
- উচ্চতা – ১.৬৮ মিটার (৫”-৬”) নূন্যতম।
- ওজন – ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
- বুক – স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে-
- উচ্চতা – ১.৬০ মিটার (৫”-৩”) নূন্যতম।
- ওজন – ৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
- বুক – স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
আবেদনের উপযুক্ত নয়ঃ
- সরকারি চাকুরি হতে বরখাস্ত।
- ফোজদারি মামলায় দন্ডপ্রাপ্ত।
- শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোন কারনে কোন সামরিক প্রশিক্ষন প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীকে টেলিটক প্রি-পেইড হতে নির্ধারিত নিয়ম অনুযায়ী ১৬২২২ এসএমএস করে আবেদন ফি ২০০/- টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইট থেকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি “Admit Card” ডাউনলোড করতে হবে। অনলাইনে পূরণের ক্ষেত্রে http://sainik.teletalk.com.bd হতে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রাথমিক নির্বাচনী পর্যদের নিকট জমা করতে হবেঃ
- আবেদনের অনলাইন পূরণরকৃত কপি।
- গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৬) ছয় কপি রঙ্গিন ছবি।
- গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশীট এর ফটোকপি।
- স্মার্ট কার্ড/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- প্রবেশপত্র (প্রাথমিক নির্বাচনী পরীক্ষা)।
- মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত মুক্তিযোদ্ধা সনদপত্রের ফটোকপি এবং তাদের পোষ্য হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
আবেদনের শেষ তারিখঃ ৩১ ডিসেম্বর ২০১৮।
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ
সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করুন।